নিজস্ব প্রতিবেদক : মশার কামড় নিয়ে নগরবাসীর সমালোচনা তুলে ধরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নগরাবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। আমি শুনেছি, অনেক মানুষ মশায় কামড়ানো নিয়ে সমালোচনায় এসব বলেন।বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।রাজধানীর কূটনৈতিক এলাকা বারিধারা পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে পরামর্শ চান মেয়র। আতিক বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা তা সমাধান করেছি। তার অনেক প্রমাণ আছে।মেয়র বলেন, গতকাল আমি আলোচনা শুনেছি। নগরবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। সুতরাং আমরা কীভাবে এই সমস্যা সমাধান করতে পারি তা নিয়ে কাজ করতে হবে।তিনি বলেন, আপনারা জানেন বিশ্বের অনেক দেশেই মশা আছে। মশা নিয়ন্ত্রণে তারা অনেক আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে। আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আসুন মশা নিয়ন্ত্রণে খোলামেলা আলোচনা করি।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।