সাঈদীর আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ ১৯ মে

সাঈদীর আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ ১৯ মে
 নিজস্ব প্রতিবেদক : আয়কর ফাঁকির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা দেলোওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী সহকারী কর কমিশনার মাসুমা খাতুন। সোমবার (১৫ মার্চ) বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলামের আদালতে জবানবন্দি দেন তিনি।
তবে এ দিন তার জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় আগামী ১৯ মে অসমাপ্ত জবানবন্দি ও জেরার জন্য দিন রাখেন।এর আগে গত ৬ জানুয়ারি একই আদালতে প্রথম দিনের মতো জবানবন্দি দেন তৎকালীন সহকারী কর কমিশনার মাসুমা খাতুন।আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী রেজাউল করিম বাচ্চু এবং আসামিপক্ষে আবদুস সোবহান তরফদার ও মুহা. মুজাহিদুল ইসলাম শুনানি করেন।আয়কর ফাঁকির মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদী একমাত্র আসামি।মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১৯ আগস্ট ২ কোটি ২৭ লাখ ৪০ হাজার ১২০ টাকা আয় গোপন করে তার ওপর প্রযোজ্য কর ৫৬ লাখ ৪৬ হাজার ৮১২ টাকা ফাঁকির অভিযোগে এনবিআর মামলাটি দায়ের করা হয়।মামলাটি ২০১২ সালের ১৫ সেপ্টেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ফ্যাসিবাদের কারখানা ছিল মাদারীপুর: নাছির উদ্দিন নাছির

মাদকের টাকার জন্য মা’কে হত্যা: নিজেই পুলিশের হাতে ধরা দিলেন ছেলে