টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় দু’জন দগ্ধ হয়েছেন।রোববার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ৯টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। তবে এর আগেই বাজারের ১০টি দোকান পুড়ে যায়।দগ্ধ দু’জন হলেন- পাকুল্যা গ্রামের চণ্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। তাদের ঢাকায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক রেজাউল করিম জানান, মির্জাপুর ফায়ার স্টেশনের তিনটিসহ মোট পাঁচটি ইউনিটের সদস্যরা আগুন নেভায়। স্থানীয়রা জানান, পাকুল্যা বাজারে ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেল ভর্তি একটি ট্রাক থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ১০টি দোকান পুড়ে যায়। এছাড়া আগুন বাজার সংলগ্ন স্থানীয় ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতেও ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।