‘সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়’

‘সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়’

অনলাইন ডেস্ক : ফের ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে ইঙ্গিত করে মুখ খুললেন তার তৃতীয় স্বামী রোশান সিং। তার ইনস্টাগ্রাম স্টোরিতে জ্বলজ্বল করছে মারাত্মক এক মন্তব্য। সেখানে লেখা হয়েছে, ‘সঙ্গী দ্বিচারিতা করলে তাকে ত্যাগ করাই শ্রেয়। বিশেষ করে সে যদি তোমার অনুপস্থিতিতে অন্যের সঙ্গে শয্যা ভাগ করে!’ যদিও এই কটাক্ষ কার দিকে ছুঁড়লেন রোশন, তা স্পষ্ট নয়।  তবে মন্তব্যের ভঙ্গি দেখে নেটাগরিকদের মনে প্রশ্ন উঠেছে, আগের মতোই স্ত্রী শ্রাবন্তীকেই কি বিঁধলেন তিনি? কেনই বা বিঁধলেন? কে দ্বিচারিতা করেছেন তাঁর সঙ্গে! সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

“চবির পঞ্চম সমাবর্তনে ড. মুহাম্মদ ইউনূসকে ডি.লিট. প্রদান, ডিগ্রি পেলেন ২২ হাজারেরও বেশি শিক্ষার্থী”