ঢাকা: ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনদিন শুকনো কাশির সমস্যায় ভোগার পর বুধবার (১০ মার্চ) গুরুতর শ্বাসকষ্ট শুরু হওয়ায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হন তিনি।রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন ডেইলি সান সম্পাদক এনামুল হক। ডেইলি সানে যোগদানের আগে এনামুল হক চৌধুরী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার, জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রয়টার্স, বিএসএস, নিউজ টুডে এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়ায় কাজ করেছেন।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।