করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

করোনার টিকা নিলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিনিধি : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন। একইসঙ্গে তাঁর স্ত্রী রাশিদা খানমও করোনাভাইরাসের টিকা নিয়েছেন। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে বঙ্গভবনে তাঁরা টিকা নেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নেন। গত ২৪ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনা করোনাভাইরাসের টিকা নেন। গত ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী গণটিকাদান কার্যক্রম শুরু হয়। দেশব্যাপী এক হাজার পাঁচটি কেন্দ্রে করোনার টিকা দেওয়া হচ্ছে। গতকাল বুধবার পর্যন্ত দেশের ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন করোনার টিকা নিয়েছেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল