গাজীপুরে কারখানায় আগুন, নিহত ১

গাজীপুরে কারখানায় আগুন, নিহত ১
গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় একটি কারখানার গুদামে আগুন লেগে এক শ্রমিক নিহত হয়েছেন।  শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।নিহত শ্রমিক হলেন- ঢাকার দোহার থানার কুসুমহাটি এলাকার সূর্য শিকদারের ছেলে মাসুম সিকদার (৩৮)।  শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ  জানান, সকালে উপজেলার দক্ষিণ ভাঙনাহাটি এলাকায় ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং লিমিটেড কারখানার টিনসেড গুদামে আগুন লাগে। এ সময় কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ওই কারখানার শ্রমিক মাসুম মারা যান। এতে কমপক্ষে আরও পাঁচ জন আহত হয়েছেন। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।  গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, ওই কারখানায় সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানা কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভাতে সক্ষম হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি