সিনোভ্যাকের টিকা নেওয়ার পর মৃত্যু, তদন্ত করছে হংকং

সিনোভ্যাকের টিকা নেওয়ার পর মৃত্যু, তদন্ত করছে হংকং
Medical worker prepres Pfizer/BioNTech COVID-19 vaccine as Latvia begins vaccinations against the coronavirus disease (COVID-19), at the hospital in Ventspils, Latvia December 28, 2020. REUTERS/Ints Kalnins - RC2EWK91D323
আন্তর্জাতিক ডেস্ক :করোনার টিকার কার্যকারিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে- এমনটা এখনো বলা যাচ্ছে না। তবে, মানুষের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে।এরমধ্যে টিকা নেওয়ার পর অনেকের শরীরে দেখা দিচ্ছে পার্শ্বপ্রতিক্রিয়া। টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হচ্ছেন অনেকে, ঘটছে মৃত্যুর ঘটনাও।হংকংয়ের কোয়ান চুং স্পোর্টস সেন্টারে ২৬ ফেব্রুয়ারি চীনের সিনোভ্যাকের তৈরি করা করোনার টিকা নেন ৬৩ বছর বয়সী এক ব্যক্তি।  সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, টিকা নেওয়ার পর ওই ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হওয়ায় ২৮ ফেব্রুয়ারি তাকে কুইন এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়।এক সূত্রের বরাত দিয়ে জি৫নিউজ এর খবরে বলা হয়, হাসপাতালে ভর্তির পর তার হার্ট অ্যাটাক হয় এবং একইদিনে তার মৃত্যু হয়।এদিকে সিনোভ্যাকের টিকা নিয়ে মৃত্যুর ঘটনা মঙ্গলবার (২ মার্চ) তদন্ত করার কথা জানিয়েছে হংকংয়ের স্বাস্থ্য কর্তৃপক্ষ।সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের এ টিকা কোভিড -১৯ প্রতিরোধে ৫০.৪ শতাংশ কার্যকর। ফলে বিশেষজ্ঞরা, এ টিকার ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। বেশ কয়েকদিনের মধ্যে সিনোভ্যাকের টিকা নিয়েছেন এমন সাতজনকে হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। ইতোমধ্যে হংকংয়ের ৪০ হাজার বাসিন্দাকে দেওয়া হয়েছে সিনোভ্যাক উদ্ভাবিত করোনার টিকা।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল