পাঁচবিবিতে ট্রলিচাপায় নিহত ১

পাঁচবিবিতে ট্রলিচাপায় নিহত ১
জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে আখ বোঝাই ট্রলির চাপায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মৃত্যু।মঙ্গলবার (০২ মার্চ) বিকেল ৫টার দিকে জয়পুরহাট-হিলি সড়কের পূর্ব রামচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দাদের বরাতে পাঁচবিবি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপু কুমার মণ্ডল জানান, হিলির দিক থেকে একটি আখ বোঝাই ট্রলি জয়পুরহাট চিনিকলে যাচ্ছিল। পথে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের পূর্ব রামচন্দ্রপুর এলাকায় ট্রলি থেকে আখ নামানোর সময় ট্রলিটি উল্টে গেলে এক ব্যক্তি ট্রলির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। বুধবার (০৩ মার্চ) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মিয়ানমারে পাচার হচ্ছিল সিমেন্ট, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান