রোনালদোর গোলেও জুভেন্টাসের হার

রোনালদোর গোলেও জুভেন্টাসের হার
ইতালিয়ান সিরি আ’ লিগের শিরোপা ধরে রাখার অভিযানে আরও একবার হোঁচট খেয়েছে জুভেন্টাস। শনিবার রাতের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গোল করলেও হেল্লাস ভেরোনার বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র নিয়ে মাঠ ছাড়ে আন্দ্রে পিরলোর দল।প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে কোনো গোল না পেলেও ম্যাচের ৪৯তম মিনিটে চিয়েসার পাসে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা রোনালদো। আসরে এটা তার ১৯তম গোল।ম্যাচের ৭৭তম মিনিটে ভেরোনাকে সমতায় ফেরান আন্তোনিন বারাক। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুদল।এর ফলে ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে জুভেন্টাস। শীর্ষে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৫৩। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন