আন্তর্জাতিক ডেস্ক : চীনের জিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের উপর চালানো নিপীড়নকে গণহত্যার স্বীকৃতি দিয়েছে নেদারল্যান্ডসের আইনসভা। আর এজন্য তারা চীনের সরকারকে দায়ী করেছে। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে বৃহস্পতিবার এই প্রস্তাব পাস করেছে দেশটি। মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী জিনজিয়াঙের বন্দি শিবিরগুলোতে কমপক্ষে ১০ লাখ মুসলমানকে আটক রাখা হয়েছে। সেখানে তাদেরকে জোর করে কাজ করানো,জন্ম নিয়ন্ত্রণে বাধ্য করা সহ বিভিন্ন ধরণের অত্যাচারের শিকার হতে হয়। তবে চীনের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগ অস্বীকার করে বলা হয় উইঘুর মুসলমানদের কারিগরি বিভিন্ন প্রশিক্ষণ দেয়া হচ্ছে। চরমপন্থা নিয়ন্ত্রণের জন্য তা প্রয়োজনীয়। জিনজিয়াঙে গণহত্যার বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা দাবি করে চীনের অভ্যন্তরীন বিষয়ে দেশটির হস্তক্ষেপের তীব্র সমালোচনা করে হেগে অবস্থিত চীনা দূতাবাস।