বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব জোরদারে ঐক্যমত্য

বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক, কৌশলগত অংশীদারিত্ব জোরদারে ঐক্যমত্য

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও জাপান কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে ঐকমত্য হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ও জাপানের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ সহযোগিতা চাওয়া হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর জাপানের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ভাইস মিনিস্টার হিরোশি সুজুকি। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেন, বৈঠকে বাংলাদেশ ও জাপান কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে জাপানের সহযোগিতা চেয়েছি আমরা। তিনি আরও বলেন, বৈঠকে আগামী ২০২২ সালে বাংলাদেশ-জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দু’দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয়পক্ষ একমত হয়েছে। দু’দেশের মধ্যে নতুন অধ্যায় রচিত হবে। দু’দেশের প্রধানমন্ত্রী যেন ভিজিট করতে পারে, সে বিষয়ে আমরা কাজ করবো। একই সঙ্গে আমাদের রাষ্ট্রপতি জাপানের সম্রাটকে আমন্ত্রণও জানিয়েছিলেন, তবে করোনা পরিস্থিতির কারণে তিনি আসতে পারেননি। তিনি যেন আসতে পারেন সে বিষয়ে আমরা কাজ করবো। মাসুদ বিন মোমেন জানান, দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আর জাপানের মাতারবাড়ী ও দক্ষিণ চট্টগ্রাম এলাকা নিয়ে যে বিগ-বি প্রকল্প রয়েছে, সেদিকে তারা এগুতে চায়। তিনি বলেন, বৈঠকে আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। জাপান আমাদের ওপেন ইন্দো প্যাসিফিক উদ্যোগে যুক্ত করতে চায়। আমরা বলেছি, এ বিষয়ে আমরা ভেবে দেখবো। বাংলাদেশ ও জাপানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের প্রথম বৈঠক ২০১৬ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়। ২০১৮ সালে দ্বিতীয় বৈঠক হয় টোকিওতে। এবার তৃতীয়বারের মতো বৈঠক অনুষ্ঠিত হলো। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের বৈঠক হয় ভার্চ্যুয়ালি।

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন