খাশোগিকে হত্যার অনুমোদন দেন যুবরাজ সালমান

খাশোগিকে হত্যার অনুমোদন দেন যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার অনুমোদন দেন বলে মার্কিন গোয়েন্দাদের একটি অপ্রকাশিত তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। চারজন সুত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুবরাজ সালমান খাশোগি হত্যার পরিকল্পনায় সরাসরি অনুমোদন দিয়েছিলেন। এমনকি তিনি হত্যার নির্দেশও দিয়ে থাকতে পারেন। প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে। তদন্তের পর সিআইএসহ বেশকিছু মার্কিন গোয়েন্দা প্রতিবেদনটি তৈরি করেছেন। বৃহস্পতিবার প্রকাশ করার কথা ছিল তদন্ত প্রতিবেদনটি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিবেদনটি দেখেছেন এবং সৌদি বাদশার সঙ্গে এনিয়ে শিগগিরই কথা বলবেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি।

 

 

 

 

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

দালালমুক্তসহ মাদক নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করায় বিপাকে রাজৈর থানার ওসি