ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধসে ৩ মৃত্যু, নিখোঁজ ৫

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে ধসে ৩ মৃত্যু, নিখোঁজ ৫

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় সুলাওয়েসি প্রদেশে একটি অবৈধ সোনার খনিতে ভূমিধসের ঘটনায় অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরে ভারি বৃষ্টিপাতের পর বুধবার সন্ধ্যায় স্থানীয় বুরাঙ্গা গ্রামের ওই খনিতে ভূমিধসের এ ঘটনা ঘটে বলে প্রাদেশিক দুর্যোগ মোকবেলা সংস্থার বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুর্যোগ সংস্থাটির উদ্ধারকারীদের পাশপাশি পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরাও উদ্ধারকাজে অংশ নিচ্ছেন। দুর্যোগ সংস্থা মাটি খুঁড়ে তল্লাশি চালাতে ভারি যন্ত্রপাতি মোতায়েন করেছে।  বৃহস্পতিবার অন্তত ১৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এখনও আরও অন্তত পাঁচ জন নিখোঁজ রয়েছেন বলে সংস্থাটি জানিয়েছে। কিন্তু স্থানীয় গণমাধ্যম বলছে, এখনও বহু লোক নিখোঁজ রয়েছেন। প্রাদেশিক রাজধানী পালু থেকে তল্লাশি ও উদ্ধার বিষয়ক কর্মকর্তা ফাতমাবতী জানিয়েছেন, এ পর্যন্ত যা জানা গেছে মৃতের সংখ্যা তার চেয়েও অনেক বেশি হতে পারে।

 

 

 

 

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি