বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বলিউডের অন্যতম শীর্ষ নায়কদের একজন রণবীর সিং। তার সিনেমা মানে বিগ বাজেট ও বক্স অফিসে ঝড় তোলা ব্যবসা।তাই ভারতের বড় বড় নির্মাতারা তাকে নিয়ে সিনেমা নির্মাণে আস্থা পান।এই অভিনেতার হাতে বেশকিছু বিগ বাজেটের সিনেমা রয়েছে। এছাড়া তিনি ভবিষ্যতের জন্য প্রজেক্ট নিয়েও প্রস্তুতি নিচ্ছেন। গুঞ্জন শোনা যাচ্ছে ‘রোবট’ ও ‘আই’খ্যাত দক্ষিণ ভারতের পরিচালক শঙ্করের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ‘পদ্মাবত’খ্যাত এই অভিনেতা। বছর শুরুতে রোহিত শেঠির ‘সার্কাস’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন রণবীর সিং। তবে এই সিনেমা থেকে স্বল্প বিরতি নিয়ে সম্প্রতি শঙ্করের সঙ্গে দেখা করতে রণবীর চেন্নাই উড়াল দেন। শঙ্কর তার পরবর্তী সিনেমার প্রস্তুতি নিচ্ছেন এবং সেই সিনেমায় রণবীরকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন বলে খবর। তাই অভিনেতার সঙ্গে এই নির্মাতা গল্পসহ বিস্তারিত আলাপ সেরে নিতে চেন্নাই দেখা করেছেন। তবে এটা একেবারে প্রাথমিক আলোচনা বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।রণবীর সিং অভিনীত ‘৮৩’ সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া এপ্রিলে ‘সূর্যবংশী’ সিনেমাতেও দেখা যাবে তাকে। এদিকে শঙ্কর পরিচালিত সবর্শেষ সিনেমা ‘রোবট ২.০’। এতে অভিনয় করেন রজনীকান্ত ও অক্ষয় কুমার।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।