জিতেছে মোহামেডান হেরেছে পুলিশ

জিতেছে মোহামেডান হেরেছে পুলিশ

স্পোর্টস ডেস্ক
প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেলো মোহামেডান। পুলিশ এফসি ও ব্রাদার্স ইউনিয়নের পর এবার সাদা-কালোরা হারালো রহমতগঞ্জকে। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শন লেনের দল ২-০ গোলে জিতেছে পুরনো ঢাকার দলটির বিপক্ষে। ঢাকায় দিনের অন্য খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১-০ গোলে হারিয়েছে পুলিশ এফসিকে। মোহামেডান ৯ খেলায় চতুর্থ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। রহমতগঞ্জ এক ম্যাচ কম খেলে চতুর্থ হারে আগের ৮ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে। অন্যদিকে মুক্তিযোদ্ধা ৮ ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেয়ে ৭ পয়েন্ট নিয়ে দশম স্থানে। পুলিশ সমান ম্যাচ খেলে চতুর্থ হারে ৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে। কুমিল্লার ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়ে গেছে মোহামেডান। প্রথম গোল পেতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় মোহামেডান। মাঝমাঠ থেকে ডিফেন্ডার রাকিবের লং থ্রু থেকে মালির সোলেমান দিয়াবাতে অফসাইডের ফাঁদ ভেঙে বক্সে ঢুকে লক্ষ্যভেদ করেন। মালির এই স্ট্রাইকারের এটি লিগের ষষ্ঠ গোল। পিছিয়ে পড়ে রহমতগঞ্জ অবশ্য খেলায় ফেরার চেষ্টা করেছে। কিন্তু সফল হতে পারেনি। উল্টো ম্যাচের শেষ দিকে দ্বিতীয় গোল হজম করে। ইনজুরি সময়ে ফরহাদ মনার কাছ থেকে বল পেয়ে দ্রুত বক্সের ভেতরে ঢোকেন আমির হাকিম বাপ্পী, এরপর গোলকিপার রাসেল মাহমুদ লিটনকে একা পেয়ে ঠান্ডা মাথায় প্লেসিং করে বল জালে জড়ান তিনি। এদিকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার সঙ্গে লড়াই করেও পেরে ওঠেনি পাকির আলীর পুলিশ এফসি। ম্যাচের ২২ মিনিটে পুলিশের বিপক্ষে মুক্তিযোদ্ধা এগিয়ে যেতে পারতো। পুলিশের অধিনায়ক ল্যানসিন তোরে ফাউল করেন ক্যামেরুনিয়ান ক্রিশ্চিয়ান বেকামেংগেকে। স্পট কিক থেকে অধিনায়ক ইউসুকে কাতোর শট গোলকিপার মোহাম্মদ নেহাল ডান দিকে ঝাঁপিয়ে প্রতিহত করেন। ৪০ মিনিটে বক্সের প্রান্ত থেকে পুলিশের আখমেদভের বাঁ পায়ের ফ্রি কিক পাঞ্চ করে ফেরান গোলকিপার মাহফুজ হাসান প্রিতম। ৪১ মিনিটে প্রতিআক্রমণ থেকে গোল পায় মুক্তিযোদ্ধা। মেহেদী হাসানের লম্বা থ্রো ইন থেকে বেকামেংগা ব্যাক হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। ব্যবধান বাড়িয়ে নিতে ৬৭ মিনিটে পুলিশ সুযোগ নষ্ট করে। আইভরি কোস্টের বাল্লো ফামুসার প্লেসিং চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। ইনজুরি সময়ে পেনাল্টি পেয়েও ম্যাচে সমতা আনতে পারেনি পুলিশ। বাল্লো ফামুসা গোলকিপার প্রিতমের পায়ে মেরে সুযোগ নষ্ট করেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

কিরগিজস্তানে কোনো বাংলাদেশির হতাহতের খবর মেলেনি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মেট্রোরেলে ভ্যাটের বিষয়টি প্রধানমন্ত্রী পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন: সেতুমন্ত্রী