ভাসানচর (নোয়াখালী) থেকে: ভাসানচরে অবস্থান নেওয়া রোহিঙ্গারা নিজ ভূমি মিয়ানমারে ফিরে যেতে চান বলে জানিয়েছেন ভাসানচর প্রকল্পের পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভাসানচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আমি এখানকার রোহিঙ্গাদের সাথে মিশেছি। তারা সবাই নিজ ভূমিতে ফিরে যেতে চান। তারা সুস্থ পরিবেশে নিজ দেশে ফিরে যেতে চান।ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। কক্সবাজার থেকে যদি আরও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রয়োজন হয়, সেটা সম্ভব কিনা জানতে চাইলে কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, ভাসানচরে আরও রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে এখানে আরও এক থেকে দেড় লাখ রোহিঙ্গার স্থান সংকুলান করা সম্ভব।মঙ্গলবার ভাসানচর এলাকায় আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আলাপকালে তারা জানান, তারা মিয়ানমারে ফিরে যেতে চান। রোহিঙ্গা হাশেম উল্লাহ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আমরা মিয়ানমারের রাখাইনে আমাদের নিজ বাড়িতে ফিরতে চাই। তবে আমরা যেন সেখানে নিরাপত্তা পাই। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।