ভাসানচর (নোয়াখালী) থেকে: ভাসানচরে অবস্থান নেওয়া রোহিঙ্গারা নিজ ভূমি মিয়ানমারে ফিরে যেতে চান বলে জানিয়েছেন ভাসানচর প্রকল্পের পরিচালক কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ভাসানচরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, আমি এখানকার রোহিঙ্গাদের সাথে মিশেছি। তারা সবাই নিজ ভূমিতে ফিরে যেতে চান। তারা সুস্থ পরিবেশে নিজ দেশে ফিরে যেতে চান।ভাসানচরে এক লাখ রোহিঙ্গাকে স্থানান্তর করা হবে। কক্সবাজার থেকে যদি আরও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রয়োজন হয়, সেটা সম্ভব কিনা জানতে চাইলে কমোডর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী জানান, ভাসানচরে আরও রোহিঙ্গাদের স্থানান্তর করা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তবে এখানে আরও এক থেকে দেড় লাখ রোহিঙ্গার স্থান সংকুলান করা সম্ভব।মঙ্গলবার ভাসানচর এলাকায় আশ্রয় নেওয়া বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে আলাপকালে তারা জানান, তারা মিয়ানমারে ফিরে যেতে চান। রোহিঙ্গা হাশেম উল্লাহ এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, আমরা মিয়ানমারের রাখাইনে আমাদের নিজ বাড়িতে ফিরতে চাই। তবে আমরা যেন সেখানে নিরাপত্তা পাই। এ জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।