ওয়েব সিরিজ ‌‘চালচিত্রে’ জয়া

ওয়েব সিরিজ ‌‘চালচিত্রে’ জয়া

অনলাইন ডেস্ক:বাংলা ওটিটি প্ল্যাটফর্মের নতুন স্ট্রিমিং জোন হিপ্পিক্সে আসতে চলেছে ‘চালচিত্র’। এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে। পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ‌‘‌বিপদ’‌ অবলম্বনে এই ‘‌চালচিত্র’‌ সিরিজটি তৈরি হতে চলেছে। এর পরিচালক চিত্রভানু বসু। এই গল্পে প্রধান চরিত্র হাজু নামের একটি মেয়ে, যে খিদের জ্বালায় খাবার চুরি করতে থাকে। এই ভূমিকাতেই দেখা যাবে জয়াকে। এ ছাড়া নতুন এ ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তবে কবে এই সিরিজের শুটিং শুরু হবে বা কবে স্ট্রিমিং হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি।গত ৩০ জানুয়ারি ধুমধাম করে ‘হিপ্পিক্স’ ওয়েব প্ল্যাটফর্মের লঞ্চ হয়। সেই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ঝকঝকে দুই প্রতিভাকে নিয়ে ‘হিপ্পিক্স’-এর অরিজিনাল সিরিজ ‘সিমফনিক সিবলিংস’ আসছে খুব শিগগির। এ ছাড়া আরও নতুন নতুন সিরিজ দেখা যাবে নতুন এই ওটিটি প্ল্যাটফর্মে। হইচইসহ অন্যান্য ওঠিটি প্ল্যাটফর্মের সঙ্গে কতটা পাল্লা দিতে পারে এই হিপ্পিক্স সেটাই দেখার।য়া আহসান। ফাইল ছবিবাংলা ওটিটি প্ল্যাটফর্মের নতুন স্ট্রিমিং জোন হিপ্পিক্সে আসতে চলেছে ‘চালচিত্র’। এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে। পঞ্চাশের মন্বন্তরের প্রেক্ষাপটে লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনী ‌‘‌বিপদ’‌ অবলম্বনে এই ‘‌চালচিত্র’‌ সিরিজটি তৈরি হতে চলেছে। এর পরিচালক চিত্রভানু বসু। এই গল্পে প্রধান চরিত্র হাজু নামের একটি মেয়ে, যে খিদের জ্বালায় খাবার চুরি করতে থাকে। এই ভূমিকাতেই দেখা যাবে জয়াকে। এ ছাড়া নতুন এ ছবিতে অন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সব্যসাচী চক্রবর্তী। তবে কবে এই সিরিজের শুটিং শুরু হবে বা কবে স্ট্রিমিং হবে সে বিষয়ে কিছুই জানা যায়নি। গত ৩০ জানুয়ারি ধুমধাম করে ‘হিপ্পিক্স’ ওয়েব প্ল্যাটফর্মের লঞ্চ হয়। সেই লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া আহসান ও ঋতুপর্ণা সেনগুপ্ত। ঝকঝকে দুই প্রতিভাকে নিয়ে ‘হিপ্পিক্স’-এর অরিজিনাল সিরিজ ‘সিমফনিক সিবলিংস’ আসছে খুব শিগগির। এ ছাড়া আরও নতুন নতুন সিরিজ দেখা যাবে নতুন এই ওটিটি প্ল্যাটফর্মে। হইচইসহ অন্যান্য ওঠিটি প্ল্যাটফর্মের সঙ্গে কতটা পাল্লা দিতে পারে এই হিপ্পিক্স সেটাই দেখার।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন