মিয়ানমারে সহায়তা অব্যাহত রাখবে ভারত 

মিয়ানমারে সহায়তা অব্যাহত রাখবে ভারত 
মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হলেও ভারত সেখানে মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের জানান, ভারত ওষুধ, টেস্ট কিট এবং টিকা দিয়ে মিয়ানমারকে সাহায্য করেছে।মহামারির কারণে স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব কমাতে মিয়ানমারের জনগণের প্রতি এই মানবিক সমর্থন অব্যাহত থাকবে। সামরিক অভ্যুত্থান সত্ত্বেও ভারত এই সাহায্য অব্যাহত রাখবে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।তিনি বলেন, বাণিজ্য, অর্থনীতি, নিরাপত্তা এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই আমরা সে দেশের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবেও আমরা এ বিষয়ে যুক্ত আছি।সামরিক বাহিনী এখন মিয়ানমার শাসন করছে এবং রাষ্ট্রপতি ও অং সান সু চিকে আটক করা হয়েছে। সু চির বিরুদ্ধে নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ আনা হয়েছে। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

সলঙ্গায় ৪০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারী আটক

শিবচরে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, নৌ-র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত