ইস্ট কন্টেইনার টার্মিনাল শ্রীলংকারই থাকবে

ইস্ট কন্টেইনার টার্মিনাল শ্রীলংকারই থাকবে
প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসার নেতৃত্বাধীন সরকারের ঘোষণার পর ভারত বৃহস্পতিবার শ্রীলংকার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যে ইস্ট কন্টেইনার টার্মিনাল হবে ‘শ্রীলংকা বন্দর কর্তৃপক্ষের সম্পূর্ণ মালিকানাধীন কন্টেইনার টার্মিনাল’।সাপ্তাহিক ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, বন্দর ও জ্বালানি খাতে শ্রীলংকার অবকাঠামো উন্নয়ন সবার জন্য উপকারী হবে।তিনি বলেন, ভারত, শ্রীলংকা এবং জাপানের সরকার একটি ত্রিপাক্ষিক কাঠামোর অধীনে কলম্বো বন্দরের পূর্ব কন্টেইনার টার্মিনাল উন্নয়ন ও পরিচালনার জন্য ২০১৯ সালের মে মাসে একটি সহযোগিতা স্মারক স্বাক্ষর করে। আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি, বন্দর এবং জ্বালানি খাতের মতো শ্রীলংকায় অবকাঠামো উন্নয়ন একটি পারস্পরিক লাভজনক প্রস্তাব হবে। শ্রীবাস্তব বলেন, কলম্বোতে আমাদের হাই কমিশনার আন্তর্জাতিক প্রতিশ্রুতি মেনে চলার গুরুত্বসহ বেশ কয়েকটি বিষয়ে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনা করছেন।৩১ জানুয়ারি তারিখে কলম্বো পেজের একটি প্রতিবেদন অনুসারে, রাজাপাকসে বলেছেন, কলম্বো বন্দরের ইস্টার্ন কন্টেইনার টার্মিনাল বিদেশের কাছে বিক্রি বা ইজারা দেওয়া হবে না। গত ২ ফেব্রুয়ারি শ্রীলংকার মন্ত্রীদের মন্ত্রিসভা ইস্ট কন্টেইনার টার্মিনালকে ‘শ্রীলংকা বন্দর কর্তৃপক্ষের সম্পূর্ণ মালিকানাধীন কন্টেইনার টার্মিনাল’ হিসেবে পরিচালনার প্রস্তাব অনুমোদন করে।একটি সমঝোতামূলক পদক্ষেপ হিসেবে জাপান ও ভারতের সাথে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে একই সুবিধায় ওয়েস্ট কন্টেইনার টার্মিনাল উন্নয়নের প্রস্তাব অনুমোদন করেছে শ্রীলংকা। সূত্র: এএনআই

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি