দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা
নোয়াখালী: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের নিউর‌্যানন্ডসে জাহাঙ্গীর আলম (৩৫) নামে বাংলাদেশি এক যুবককে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।এ ঘটনায় নিহতের ছোট ভাই মনির হোসেন সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।বুধবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় রাত ৮টার দিকে নিউর‌্যানন্ডস এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত জাহাঙ্গীর আলম নোয়াখালীর কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের সওদাগর বাড়ির দুলু মিয়ার ছেলে।নিহতের ভাই মনির বলেন, সন্ত্রাসীরা রাতে ডাকাতির উদ্দেশে দোকানে এসে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা গুলি করলে আমার গায়ে গুলি লাগে। পরে আমার বড় ভাই দোকান থেকে বের হতে চাইলে সন্ত্রাসীরা তাকে এলোপাড়াতি গুলি করে। এতে তিনি দোকানের সামনেই গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

শিবচরে ভূমি অফিসে দালালমুক্ত পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার এসিল্যান্ড শায়েখা সুলতানার

অনশনকারীদের ডাব খাইয়ে ৫৯ ঘণ্টা পর অনশন ভাঙালেন বেরোবি উপাচার্য