৪০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৯৬৪ জন

৪০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৯৬৪ জন

নিজস্ব প্রতিবেদক ;  ৪০তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় চূড়ান্তভাবে ১০ হাজার ৯৬৪ জন পাশ করেছেন। গতকাল বুধবার পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) এক সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গতকাল বুধবার বলেন, কমিশনের সভায় ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মোট ১০ হাজার ৯৬৪ জন চূড়ান্তভাবে পাস করেছে। পিএসসির ওয়েবসাইটে উত্তীর্ণদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোবাইল ফোনের মাধ্যমেও ফলাফল জানা যাচ্ছে। তিনি জানান, কমিশনের সভায় ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে। ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত হয় ৪০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। এতে অংশ নেয়া তিন লাখ ২৭ হাজার জনের মধ্যে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। গত বছরের ৪ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়।
৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ল: এদিকে চাকরিপ্রার্থীদের দাবির পর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে ৪৩তম বিসিএসের আবেদনের সময় দুই মাস বাড়ানো হয়েছে। আবেদন জমার শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত পুনঃনির্ধারণ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, আবেদনপত্র জমার শেষ তারিখ ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (৩ এপ্রিল সন্ধ্যা ৬টা) এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে। করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনার্স শেষবর্ষের অনেক বিষয়ের পরীক্ষার ফল আটকে যায়। সেই সব শিক্ষার্থী অনার্স শেষ করে বিসিএসে অংশ নিতে আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী