ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামানের দ্বিতীয় দিনে সাক্ষ্যগ্রহণ হয়নি। সোমবার (২৫ জানুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এর আদালতে তার সাক্ষ্যগ্রহণের কথা ছিল।তবে আদালতের স্টেনোগ্রাফার অলিউল ইসলাম অসুস্থ থাকায় আগামী ৩১ জানুয়ারি তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত। রোববার (২৪ জানুয়ারি) একই আদালতে দুপুরে প্রথম দিন জবানবন্দি দেন তিনি। এতে তদন্তে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও জব্দকৃত আলামতের বিবরণ দাখিল করেন৷ এদিন জবানবন্দি গ্রহণ শেষ না হওয়ায় সোমবার (২৫ জানুয়ারি) তার অসমাপ্ত জবানবন্দি গ্রহণের দিন ধার্য করেছিলেন আদালত। মামলাটিতে রাষ্ট্রপক্ষে ৬০ জন সাক্ষীর মধ্যে এর আগে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। তদন্ত কর্মকর্তার সাক্ষীর মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে।২০২০ সালের ১৫ সেপ্টেম্বর চার্জশিটভূক্ত ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। এরপর গত বছরেরর ৫ অক্টোবর আবরারের বাবা বরকতউল্লাহর জবানবন্দি গ্রহণের মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্য শুরু হয়।২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু উশৃঙ্খল নেতাকর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। ঘটনার পরদিন ফাহাদের বাবা বরকতউল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।গত বছর ১৩ নভেম্বর মামলায় ২৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনাল টিমের পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান।