যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তি নির্বাচিত হলেন ডিফেন্স সেক্রেটারি। প্রেসিডেন্ট জো বাইডেনের ডিফেন্স সেক্রেটারি বা প্রতিরক্ষা সচিব হিসেবে ভোটাভুটির মাধ্যমে অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিনকে নির্বাচিত করেছে সিনেট।শুক্রবার (২২ জানুয়ারি) সিনেটে ভোটাভুটির মাধ্যমে এই আফ্রিকান আমেরিকান নির্বাচিত হন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।লয়েড অস্টিন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে জেনারেল হিসেবে অবসর নেন। বৃহস্পতিবারের (২১ জানুয়ারি) ভোট সিনেটে তার চূড়ান্ত নির্বাচনের পথ সুগম করে। শুক্রবার ৯৩-২ ভোটে তিনি নির্বাচিত হন। শুধু দুই রিপাবলিকান সিনেটর তাকে ভোট দেননি। প্রতিরক্ষা সচিব নির্বাচনের মধ্য দিয়ে বাইডেন তার আরো একটি গুরুত্বপূর্ণ বিভাগের প্রধানের পদ পূরণ করলেন
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।