বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’

বাংলাদেশের নাম শুনে হাত তালি দিলেন বিদেশিরা’
ঢাকা: রাশিয়ার সেন্ট পিটার্সবাগে শিপবিল্ডার্স শিল্পের একটি সেমিনারে বাংলাদেশের নাম শুনে সেমিনারে আগতরা তিন-চার মিনিট ধরে হাত তালি দিয়েছেন বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। বাংলাদেশ জাহাজ শিল্পে অন্য জায়গায় স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শিপ ইয়ার্ড এখন প্রাণ ফিরে পাচ্ছে। এখন যুদ্ধ জাহাজও দেশে তৈরি করা হচ্ছে। আমরা ছোট বেলায় নৌকায় চড়েছি। আমরা জাহাজ না বানালে কে বানাবে। মেরিন আর্কিটেক্ট আমাদের সাবজেক্ট।সেমিনারে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, সরকার শিপবিল্ডার্স শিল্পকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথায় নয়, কাজে বিশ্বাসী। এ শিল্পকে প্রমোট করতে অনেক সহায়তা দিয়েছেন। এ সুযোগ কাজে লাগাতে হবে।

সংসদ সদস্য এ কে এম ফজলুল হক বলেন, নেভাল আর্কিটেকচার ও শিপবিল্ডার্স শিল্পকে বিকশিত করতে সরকার কাজ করছে। সরকারের উদ্যোগের ফলে এখন বিদেশে জাহাজ রপ্তানি করা হচ্ছে। সমুদ্রসীমা জয় হয়েছে এ সরকারের আমলেই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের যন্ত্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দীনের সভাপতিত্বে ও যন্ত্রকৌশল বিভাগের সম্পাদক আবু সাঈদ হিরোর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের প্রেসিডেন্ট মো. নূরুল হুদা ও ভাইস প্রেসিডেন্ট মো. নুরুজ্জামান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক খবিরুল হক চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন মো. শাহাদাত হোসেন শিবলু।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের ৮ মাস না পেরোতেই ভাঙন

সিন্ডিকেটের কারনে আলুর দামের উর্ধ্বগতি