নাচোলে ২ জনের মরদেহ উদ্ধার

নাচোলে ২ জনের মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহষ্পতিবার (২১ জানুয়ারি) সকালে ওই ইউনিয়নের বড়বাকইল ও নাসিরাবাদ গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।উদ্ধার মরদেহ দু’টি হচ্ছে- ওই উপজেলার আব্দালপুর গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে মো. আলাউদ্দিন (৬০) ও রাজশাহীর তানোর এলাকার চোরখুর চাকুইট এলাকার মৃত শওকত উল্লার ছেলে মো. আজিম উদ্দিন ওরফে ফেঞ্চু (৩৫)।নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, সকালে বড়বাকইল গ্রামের কেন্দ্রীয় গোরস্থানের পাশে বাঁশের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজিমের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়।  এছাড়া একইদিন সকালে নাসিরাবাদ গ্রামের রাস্তার পাশে ড্রেন থেকে আলাউদ্দিন নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।  ওসি মো. সেলিম রেজা জানান, মৃত বৃদ্ধ আলাউদ্দিন একজন সাবেক মেম্বার ও মানসিক রোগী ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি