স্টেশন অফিসার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত। চালক বাসের ভেতরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে ছিলেন। ভোরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে চালকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করে। বিসমিল্লাহ পরিবহনের বাস ভৈরব থেকে ঢাকায় যাতায়াত করে।উল্লেখ্য, গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ভৈরবে অপর একটি বাসে আগুন লেগে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।