লোকচক্ষুর অগোচরে বিলীন হচ্ছে জগদলের জমিদারবাড়ি

লোকচক্ষুর অগোচরে বিলীন হচ্ছে জগদলের জমিদারবাড়ি
রাণীশংকৈল উপজেলার জমিদারবাড়ি এলাকার ফারুক হোসেন বলেন, জমিদারবাড়িটি জরুরি ভিক্তিতে সংস্কার করা না হলে আমাদের পরের প্রজন্ম হয়তো আর এটি দেখতে পাবে না।ঠাকুরগাঁও জেলার প্রশাসক এ কে এম কামরুজ্জামান সেলিম জানান, ঠাকুরগাঁওয়ের সব ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করা হবে। ইতোমধ্যে আমরা জেলায় ঠাকুরগাঁও ডিসি পার্কসহ বিভিন্ন পর্যটন স্থানের কাজ শুরু করেছি। এসব ঐতিহাসিক ঐতিহ্য সংরক্ষণ করা হবে। রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের মানুষ চায় এই জমিদারবাড়িটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার যেন সব ধরনের সহযোগিতা করে। সরকারিভাবে উদ্যোগ নেওয়া না হলে কালের সাক্ষী হিসেবে থাকা জমিদারবাড়িটি লোকচক্ষুর অগোচরে বিলীন হয়ে যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন