বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-৫।এতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেনসিডিলের এই চালানটি নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চালানটি আটকানো হয়। এসময় ফেনসিডিল ও ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়েছে।