ট্রাকে ফেনসিডিল পাচারের সময় র‌্যাবের চেকপোস্টে ধরা

ট্রাকে ফেনসিডিল পাচারের সময় র‌্যাবের চেকপোস্টে ধরা

রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রহমান ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে ৬৩১ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৫।  

মঙ্গলবার (২২ ডিসেম্বর) মধ্যরাতে তল্লাশি চালিয়ে মিনি ট্রাকভর্তি এই ফেনসিডিলের চালান উদ্ধার করা হয়।র‌্যাবের রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।আটক তিনজন হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজারমপুর অচিনপাড়া গ্রামের শফিকুল ইসলাম (৪০), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়ালারদিয়ার গ্রামের মশিউর রহমান ওরফে সোহান (২৪) এবং একই উপজেলার তেররশিয়া গ্রামের আখতারুজ্জামান শাহিন (২৩)। এদের মধ্যে শফিকুল ট্রাকের চালক।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব-৫।এতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ফেনসিডিলের এই চালানটি নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চালানটি আটকানো হয়। এসময় ফেনসিডিল ও ট্রাকসহ তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কাশিয়াডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও করা হয়েছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

সাত কলেজ নিয়ে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান

ঈদগাঁওতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু