আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ ও শহীদুল ইসলাম পিন্টুসহ কয়েকজন।
আদালতে জেরা করা সাত সাক্ষী হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী ফাতেমা জাহান সাথী, সৈনিক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সরদার মুজিব ও ফটোগ্রাফার শহীদুল হক জীবন এবং বাস চালক নজিবুল্লাহ, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহমেদ ও সাংবাদিক ইয়ারব হোসেন।
গণধর্ষণের শিকার এক নারীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে তিনি অক্ষত থাকলেও তার সফরসঙ্গীদের কয়েকজন আহত হন।