ফতুল্লায় ১৫ জনের বিরুদ্ধে ডিস ব্যবসায়ীর চাঁদাবাজি মামলা

ফতুল্লায় ১৫ জনের বিরুদ্ধে ডিস ব্যবসায়ীর চাঁদাবাজি মামলা

নারায়ণগঞ্জ: জেলা সদর উপজেলার ফতুল্লায় ১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) কাউন্সিলর ও ডিস ব্যবসায়ী আব্দুল করিম বাবু।

রোববার (২০ ডিসেম্বর) তিনি ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

মামলার আসামিদের দাবি, তারা বক্তবলীর বিভিন্ন এলাকায় ১৪/১৫ বছর ধরে পৃথকভাবে মুন্সিগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ডিস সংযোগ মাসিক ভাড়ায় এনে বাড়ি বাড়ি সংযোগ দিয়ে ব্যবসা করতেন। কয়েক বছর ধরে আব্দুল করিম বাবু তার কাছ থেকে অতিরিক্ত ভাড়ায় ডিস সংযোগ এনে ব্যবসা করার প্রস্তাব দিয়ে আসছে। এতে কেউ রাজি না হওয়ায় একাধিকবার দেন দরবারও হয়েছে। অবশেষে ব্যর্থ হয়ে আব্দুল করিম বাবু আগে একটি এখন আরেকটি মোট ২টি মামলা করেছে। আদালতের কাছে তারা ন্যায়বিচার প্রার্থনা করবেন বলেও জানান।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন