সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলার অঙ্গীকার কাদেরের

সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলার অঙ্গীকার কাদেরের

দেশে সাম্প্রদায়িক বিষবৃক্ষ সমূলে উপড়ে ফেলার অঙ্গীকার ব্যক্ত করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মহান বিজয় দিবসে বুধবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, “আমাদের আজকের শপথ হবে- শেখ হাসিনার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করে আজ সাম্প্রদায়িকতার যে বিষবৃক্ষ ডালপালা বিস্তার করেছে, সাম্প্রদায়িক সে বিষবৃক্ষকে আমরা সমূলে উৎপাটিত করব।” 

ওবায়দুল কাদের বলেন, “আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এবার আমরা বিজয় দিবস উদযাপন করছি। এখনও বাংলাদেশের স্বাধীনতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে একটি অশুভ শক্তি।”

তিনি বলেন, ‘আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ- এই প্রশ্নে কোনও আপোস আমরা করবো না।’

এর আগে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিবদ্বয়।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল