উত্তরার চাঞ্চল্যকর জিসান হত্যার ঘটনায় ৯ জন গ্রেফতার

উত্তরার চাঞ্চল্যকর জিসান হত্যার ঘটনায় ৯ জন গ্রেফতার

ঢাকা: রাজধানীর আবদুল্লাহপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চাঞ্চল্যকর জিসান হাবিব (১৮) হত্যা মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ।

বুধবার (১৬ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গত বুধবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে উত্তরার আবদুল্লাহপুর এলাকায় জিসান ও তার আত্মীয় রুহল আমিন (১৭) নামে আরেক শিক্ষার্থী ছিনতাইকারীদের কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জিসান মারা যান।

পুলিশ জানায়, জিসান হাবিবের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামে। গত ৭ নভেম্বর নোয়াখালী থেকে সে ধামরাইয়ে ফুপুর বাড়িতে বেড়াতে আসে। সে নোয়াখালীর স্থানীয় একটি কলেজে এইচএসসি প্রথমবর্ষের ছাত্র।

পরে গত বুধবার (৯ ডিসেম্বর) ফুপুকে বিমানবন্দরে পৌঁছে দিতে ধামরাই থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল জিসান। বিমানবন্দর থেকে ধামরাইয়ে ফেরার পথে আবদুল্লাহপুরে এ ঘটনা ঘটে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

দুর্ঘটনার আশঙ্কায় জনমনে উদ্বগে বীরগঞ্জের সড়কগুলো দাপিয়ে বড়োচ্ছে কিশোর চালকরা

সন্দ্বীপে কৃষকের কাছ থেকে ধান কেনা উদ্বোধন