স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রীকে খুনের দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম: ২০১৪ সালে নগরের চকবাজার এলাকায় স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. মাসুদ (৩০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলামের আদালত এ রায় দেন।মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত মো. মাসুদ লক্ষ্মীপুর জেলার আবুল কালামের ছেলে। তিনি স্ত্রী হামিদাকে নিয়ে নগরের চকবাজার মোহাম্মদ আলী শাহ লেইনে ভাড়া বাসায় থাকতেন।

২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ হাসান  জানান, ২০১৪ সালে নগরের চকবাজার এলাকায় স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগে দায়ের হওয়া মামলায় মো. মাসুদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত মো. মাসুদ আদালতে উপস্থিত ছিলেন।  জানা যায়, ২০১৪ সালের ১৪ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে গার্মেন্টেসে যাওয়ার উদ্দেশে বের হওয়ার সময় মাসুদের সঙ্গে হামিদার ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে হামিদাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করে লাশ ফেলে রাখে বাথরুমে। পরে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

১৬৯ কর্মচারিকে চাকরিচ্যুত করলো রাসিক

মেহেন্দিগঞ্জ পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণের কর্মসূচি-৩ পরকল্পের চেক বিতরণ