সিলেটে আগুনে পুড়লো ১০০০ ঘনফুট গ্যাস

সিলেটে আগুনে পুড়লো ১০০০ ঘনফুট গ্যাস

সিলেট:সিলেট শহরতলীর টুকেরবাজারে গ্যাস পাইপ লাইনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের এলাকা।

তিনি বলেন, আগুনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করতে পারতো। জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

সিলেট জালালাবাদ গ্যাস লিমিডেটের উপ-ব্যবস্থাপক সালাম আহমেদ বলেন, সুরমার উপর শাহজালাল তৃতীয় সেতুর কাছে ক্রেন দিয়ে মাটি খুঁড়তে গিয়ে সেন্ট্রাল পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্যাস বেরিয়ে আগুন নেভাতে সদর উপজেলার বাদাঘাট এলাকায় দু’টি বাল্ব ফিট বন্ধ করে দেওয়া হয়েছে। লাইন মেরামতের পর আবারও গ্যাস সরবরাহ চালু করা হবে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর টুকেরবাজার শাহজালাল তৃতীয় সেতু সংলগ্ন একটি চা দোকানের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে চা দোকানিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সড়কের পাশে গ্যাস লাইনে হঠাৎ আগুন লাগে। এরপর তারা দমকল বাহিনীকে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, এদিন বিকেলে সেতু সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা হয়। এতে সেন্ট্রাল গ্যাস লাইনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন  বলেন, গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল