রূপগঞ্জে বিদ্যুৎ চুরির অভিযোগে যুবক গ্রেফতার

রূপগঞ্জে বিদ্যুৎ চুরির অভিযোগে যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে বিদ্যুৎ চুরির দায়ে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়।গ্রেফতার দেলোয়ার হোসেন পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাত্তার মাদবরের ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ৬ নম্বর ওয়াডের্র নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নূসরাত জাহানা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।

অবৈধভাবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ ও পানির পাম্পে বিদ্যুৎ চুরি হাতেনাতে ধরা পড়ে। পরে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ পূর্বাচল জোনাল অফিসের ডিজিএম আব্দুর রহিম বাদী হয়ে দেলোয়ার হোসেন, আব্দুল খালেক ও জামাল শেখ নামের তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় এক নম্বর আসামি দেলোয়ার হোসেনকে তার নিজ বাড়ি থেকে রোববার সকালে গ্রেফতার করা হয়। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁও–ঈদগড় সড়কে গুম ও ডাকাতি দমনে প্রশাসনের কাছে স্মারকলিপি

শিবচরে মাদক রোধে ইউএনও’র কাছে স্মারকলিপি দিল উপজেলা বিএনপি