পরে যাচাই করে দেখা যায় তার দেওয়া লাইসেন্সটি ভুয়া। তখন পুনরায় তার সঙ্গে মোবাইলফোনে লাইসেন্স করার কথা বলে তাকে বেকারিতে আসতে বলা হয়। কিন্তু তিনি বেকারিতে আসতে রাজি হননি। একপর্যায়ে তার বিকাশ নম্বরে লাইসেন্স করার কথা বলে ২ হাজার টাকা পাঠানো হয়। পরে আশ্বস্ত হওয়ার পর রোববার বেকারিতে আসেন প্রতারক জাহিদুর। পরে তাকে এলাকাবাসী আটক করে বিষয়টি কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানালে তিনি পুলিশকে অবগত করেন। পরে ঘটনাস্থল থেকে জাহিদুরকে আটক করে পুলিশ।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, আটক জাহিদুর ওরফে পপলুর কাছ থেকে ‘মো. অনিক হোসেন, অডিট অফিসার’ খুলনা বিভাগীয় কার্যালয় লেখা সম্বলিত বিএসটিআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র জব্দ করা হয়েছে। এ বিষয়ে তার নামে মামলার প্রস্তুতি চলছে।