গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় একটি বাসায় রান্নাঘরের গ্যাসের আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— বাড়ির মালিক আবদুর রশিদ (৫০), ভাড়াটিয়া তাহমিনা (২৬) ও শরিফুল ইসলাম (২০)।গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, চক্রবর্তী এলাকায় আবদুর রশিদের বাসার দ্বিতীয় তলার একটি কক্ষের ভাড়াটিয়া ছুটি কাটাতে গ্রামের বাড়ি যান। কক্ষটি তালাবদ্ধ ছিল। বিকেলে তালাবদ্ধ ওই কক্ষ থেকে গ্যাসের গন্ধ বের হচ্ছিল। পাশের কক্ষের ভাড়াটিয়া তাহমিনা ও শরিফুল ইসলাম বিষয়টি বাড়ির মালিক আবদুর রশিদকে জানান। পরে তারা তিনজন ওই কক্ষের তালা খুলে ভেতরে ঢোকেন।এ সময় গ্যাসের চুলা চালু মনে করে তারা বন্ধ করতে গিয়ে ভুলবশত গ্যাসের অটো চুলা চালু করে ফেলেন। এতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে আবদুর রশিদ, তাহমিনা ও শরিফুল ইসলাম দগ্ধ হন। পরে তারা নিজেরাই দগ্ধ অবস্থায় বালি ও পানি দিয়ে আগুন নেভান। আগুনে তাদের একজনের শরীরের ১০ শতাংশ, একজনের ১২ শতাংশ এবং অপরজনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।