লিখিত অভিযোগের বিষয়টি ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানান নূর। ফেসবুকে তিনি লেখেন, “রাত ৪টা ৩০টায় হাতিরঝিল থানার ডিউটিরত অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান করে বাসায় আসছি।”
লিখিত অভিযোগে নূর বলেন, বুধবার আনুমানিক রাত ১১টার সময় তিনি পল্টন থেকে বাড্ডায় বাসায় ফিরছিলেন। পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে তার নিয়মিত ব্যবহৃত মোটরসাইকেলকে অনুসরণ ও তাড়া করে।
অভিযোগে আরও বলা হয়, ফ্লাইওভার থেকে নামার পর প্রাইভেটকারটি তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে। কিন্তু মোটরসাইকেলের চালক আমিনুল ইসলাম কৌশলে তা এড়িয়ে যায়। এতে প্রাইভেটকারটি মালিবাগ আবুল হোটেলের সামনে একটি বাসকে ধাক্কা দেয়।
অবশ্য ঘটনার সময় নুর নিজে ওই মোটরসাইকেলে ছিলেন না। তিনি ছিলেন পাশের একটি গাড়িতে। তবে তার অভিযোগ, তাকে হত্যার উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।