পুলিশ ব্যারিকেডের মধ্যে চলছে উচ্ছেদ অভিযান

পুলিশ ব্যারিকেডের মধ্যে চলছে উচ্ছেদ অভিযান
ঢাকা: পুলিশ ব্যারিকেডের মধ্য দিয়ে রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।  সকাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হলেও ব্যবসায়ীদের বাধার মুখে সিটি করপোরেশন এক পর্যায়ে দুপুরের দিকে অভিযান শুরু করে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে মার্কেটের অবৈধ স্থাপনা ভাঙার সঙ্গে সঙ্গে এখানে থাকা লোকজন ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এক পর্যায়ে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দপ্তর সংলগ্ন সড়কে পুলিশ রশি দিয়ে সড়ক আটকে এখানে অবস্থান নেয়। সড়কে অবস্থান নেওয়া পুলিশের সামনে লোকজন অবস্থান নিলে এক পর্যায়ে পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ প্রতিবেদন লেখার সময় ওই মার্কেটের অবৈধ স্থাপনা সিটি করপোরেশন ভাঙচুর করছিল।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজাদ কাশ্মীরে বিক্ষোভ, নিহত ৪

বিএনপি ইসরায়েল-নেতানিয়াহুর দোসর: পররাষ্ট্রমন্ত্রী