ভোলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছেন। এ সময় দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছেন তারা।আজ সোমবার সকালে ভোলা-ইলিশা ফেরি ঘাট সড়কের ব্যারিস্টার কাঁচারি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের নাম নজরুল ইসলাম। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলে জানা গেছে। নিহত অপরজনের পরিচয় পাওয়ায় যায়নি। এ দুর্ঘটনায় এক নারীসহ আহত তিনজনকে ভোলা সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ইলিশা ফেরি ঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএসজিটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি যাত্রী স্কুলশিক্ষক নজরুল মারা যান। স্থানীয়রা আহত চার সিএনজি যাত্রীকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা তিনটি বাস ভাঙচুর করেন। তারা দুর্ঘটনাকবলিত বাসটিতে আগুন ধরিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন মাঝি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত করছে।