৪৫০ কোটি বাজেটের ছবিতে আমির

৪৫০ কোটি বাজেটের ছবিতে আমির
একের পর এক বলিউড তারকা বহু প্রতীক্ষিত ‘আরআরআর’ ছবিতে নাম লেখাচ্ছেন। আলিয়া ভাট, অজয় দেবগনের পর এবার আমির খানের নাম জুড়তে চলেছে এই ছবির সঙ্গে। জানা গেছে, আমিরের মতো সুপারস্টারকে পেয়ে দারুণ খুশি ছবির নির্মাতারা।

‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলীর আগামী ছবি ‘আরআরআর’ ঘিরে উত্তেজনার পারদ ক্রমে বাড়ছে। দক্ষিণ ভারত আর বলিউডের বড় অভিনেতারা এই ছবির ক্যানভাসে আসতে চলেছেন। বলিউড থেকে আছেন অজয়, আলিয়া আর আমির। অন্যদিকে দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র রামা রাও, রামচরণসহ আছেন আরও অনেকে। এমনকি মেগা বাজেটের এই ছবিতে একাধিক হলিউড তারকাকেও দেখা যাবে।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

মাদারীপুরে ৪০০ কৃতী শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা

সরকারে না গিয়েও এনসিপি রাষ্ট্রীয় সুবিধা ভোগ করছে: খায়রুল কবির খোকন