‘বাহুবলী’খ্যাত পরিচালক এস এস রাজামৌলীর আগামী ছবি ‘আরআরআর’ ঘিরে উত্তেজনার পারদ ক্রমে বাড়ছে। দক্ষিণ ভারত আর বলিউডের বড় অভিনেতারা এই ছবির ক্যানভাসে আসতে চলেছেন। বলিউড থেকে আছেন অজয়, আলিয়া আর আমির। অন্যদিকে দক্ষিণের দুই সুপারস্টার জুনিয়র রামা রাও, রামচরণসহ আছেন আরও অনেকে। এমনকি মেগা বাজেটের এই ছবিতে একাধিক হলিউড তারকাকেও দেখা যাবে।