করোনা নিয়ন্ত্রণের জন্য নমুনা পরীক্ষা খুবই প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

করোনা নিয়ন্ত্রণের জন্য নমুনা পরীক্ষা খুবই প্রয়োজন : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার নমুনা পরীক্ষা খুবই প্রয়োজন। করোনাকে নিয়ন্ত্রণ করার জন্যই সেটা প্রয়োজন। গতকাল শনিবার দেশের ১০ জেলার করোনার নমুনা পরীক্ষা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের পরীক্ষা কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সবজেলাতে আরটি-পিসিআর টেস্ট করার সুযোগ নেই, ল্যাব নেই। কারণ আরটি-পিসিআরের জন্য বায়োসেফটি ল্যাব প্রয়োজন হয়, অত্যন্ত ব্যয়বহুল এবং অনেক সময় সাপেক্ষ বিষয়। তাই যেখানে পিসিআর ল্যাব নেই, সেখানে অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যসে সুযোগ সুবিধা বাড়ানো গেল। আর এ পরীক্ষার ফলাফল খুব সহজে পাওয়া যাবে। মানুষের খুব কাজে দেবে। অ্যান্টিজেন টেস্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী করা হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, সম্প্রতি রোগীর সংক্রমণ এবং মৃত্যুর হার বেড়েছে। তাই এখন রোগী শনাক্ত করা খুব প্রয়োজন। রোগী শনাক্ত করে তাদেরকে চিকিৎসার আওতায় আনতে পারবো। তবে তার থেকেও প্রয়োজন সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করা। ভ্যাকসিন বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই আমরাও ভ্যাকসিন পেয়ে যাবো।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

ঈদগাঁওয়ে এখনো চালু হয়নি সরকারি ১৫টি দপ্তর, চরম ভোগান্তিতে জনসাধারণ

ইবিতে পরীক্ষার দাবিতে বিভাগে তালা দিয়েছে শিক্ষার্থীরা