গত শনিবার নিজের বাড়িতে পোষা কুকুর মেজরের সঙ্গে খেলা করতে গিয়ে তাঁর পা মচকে গেছে। জো বাইডেন গোড়ালিতে আঘাত পেয়েছেন এবং সাবধানতার জন্য পরদিন রোববার বিকেলে একজন অর্থোপেডিস্টকে দেখিয়েছেন। বাইডেনের অফিস সূত্র এ তথ্য জানিয়েছে।
চ্যাম্প নামের আরেকটি কুকুর আছে বাইডেনের। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর বাইডেন জানিয়েছেন, হোয়াইট হাউসে বসবাসের সময় পোষা কুকুর দুটি সঙ্গে নিয়ে যাবেন। সঙ্গে একটি বিড়ালও সংগ্রহ করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আসছে জানুয়ারি থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার কথা জো বাইডেন দম্পতির।
পোষা কুকুর নিয়ে যুক্তরাষ্ট্রের লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ। অনেক সময়ই হোয়াইট হাউসের পোষা কুকুর নিয়ে সংবাদ পরিবেশিত হয়। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই কোনো পোষা কুকুর ছাড়াই হোয়াইট হাউসে আছেন। প্রেসিডেনশিয়াল প্যাট মিউজিয়ামের তথ্যমতে, ১৮৬০ সাল থেকে সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে কোনো না কোনো পোষা প্রাণী ছিল।