আন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় দেশগুলোতে আবারও করোনা ভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। মৃত্যুর সংখ্যাও বাড়ছে হু হু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ইউরোপের দেশগুলোতে প্রতি ১৭ সেকেন্ডে একজন করে মারা যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও বলেছে, আগামী ছয় মাস ইউরোপীয় দেশগুলোকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। সংস্থার ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লুগ বৃহস্পতিবার ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন। সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ইউরোপে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে ২৯ হাজার মানুষ মারা গেছে। হিসাব করে দেখা গেছে, প্রতি ১৭ সেকেন্ডে করোনায় এক ব্যক্তির মৃত্যু হচ্ছে। গত মাসে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে ইউরোপের কিছু দেশ বেশ কঠোর অবস্থান নিয়েছে। ফলে সেসব দেশে করোনা কিছুটা নিয়ন্ত্রণে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান বলছে, ইউরোপে এ পর্যন্ত দেড় কোটির বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে তিন লাখ ৫৪ হাজার মানুষের। ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, স্পেন, ইতালি ও জার্মানির নাগরিক। সবচেয়ে বেশি ৫৩ হাজার মানুষ মারা গেছে ব্রিটেনে। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। সংখ্যার হিসাবে যা ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। হ্যান্স ক্লুগ বলেছেন, বিশ্বের মোট কোভিড আক্রান্ত রোগীর ২৬ শতাংশ এবং মোট মৃত্যুবরণকারীদের ২৮ শতাংশ ইউরোপের অধিবাসী।
আল-ইমরান, বগুড়া: গত ২ জুলাই দিবাগত রাতে বগুড়া সদর থানায় অভিযোগ দায়ের করেন মামলার বাদী হারুন-উর রশিদ। তিনি মামলায় উল্লেখ করেন কিছুদিন পূর্বে ঢাকা জেলায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোবাইল নম্বর ০১৭৬৭-৯৮৩২৩৭ ব্যবহারকারী ব্যাক্তির সাথে মামলার সাক্ষী দ্বয়ের পরিচয় হয়। সে সময়ে আলাপচারিতার এক পর্যায়ে উক্ত মোবাইল নম্বর ধারী ব্যাক্তি নিজেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে তার নাম ব্যারিস্টার শামীম রহমান বলে জানায়। সে বেশির ভাগ সময়ে ঢাকায় অবস্থান করে বলেও জানায়। সে কেন্দ্রের সিনিয়র নেতৃবৃন্দের সহিত যোগাযোগ করে ভালো পদ-পদবী দিতে পারবে বলে তাদের আশ্বস্ত করে।