২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২ ডেঙ্গু রোগী

নিজস্ব প্রতিবেদক : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। এ মাসের ১৯ দিনে রাজধানীসহ সারাদেশের সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে ৩২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নতুন করে আরও ৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ২৬ জন ও রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে ৬ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৯২ জন। এর মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৮৫ জন ও ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৭ জন ভর্তি রয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে মিটফোর্ডে একজন, ঢাকা শিশু হাসপাতালে ৬ জন,সম্মিলিত সামরিক হাসপাতালে একজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৮ জন এবং বিভিন্ন বিভাগে (ঢাকায় একজন ও খুলনায় ৫ জন) ৬ জন রোগী ভর্তি হন। বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মধ্যে হলিফ্যামিলিতে দুইজন, বারডেমে দুইজন,ইবনে সিনায় একজন, স্কয়ারে চারজন,ধানমন্ডি সেন্ট্রালে দুইজন, সিরাজুল ইসলাম মেডিকেলে তিনজন,গ্রিন লাইফ, ইসলামি ব্যাংক, কাকরাইল,আনোয়ার খান মডার্ন ও অন্যান্য হাসপাাতালে একজন করে চারজনসহ মোট ১৮ জন ভর্তি হন। জানা গেছে, গত এক সপ্তাহে মোট ১৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ১৩ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা যথাক্রমে- ১৪ জন, ২১ জন, ২১ জন, ১৮ জন, ২০ জন, ১৭ জন এবং ৩২ জন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

বাংলাদেশি কর্মীদের বেতন না দিয়ে শাস্তির মুখে মালয়েশিয়ান কোম্পানি

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের পথে বাংলাদেশ দল