বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক : বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে আজ মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল সোমবার এক আদেশে এ তথ্য জানিয়েছে। সেখানে শেখ খলিফা বিন সালমানকে বর্ণনা করা করা হয়েছে বাংলাদেশের দঅকৃত্রিম বন্ধু’ হিসেবে। শোক পালনে মঙ্গলবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শেখ খলিফা বিন সালমান আল খলিফার রুহের মাগফেরাত কামনায় মঙ্গলবার বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে। বাহরাইনের দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা গত ১১ নভেম্বর মারা যান। ১৯৭১ সালে বাহরাইন স্বাধীন হওয়ার পর থেকে তিনি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

হামাসের দাবি মানবে না ইসরায়েল: নেতানিয়াহু

মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত