দুই আসনেই নৌকা জয়ী

দুই আসনেই নৌকা জয়ী

সমাচার রিপোর্ট : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছে নৌকার প্রার্থীরা। ঢাকা-১৮তে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান পরাজিত করেছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে। অন্যদিকে সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের তানভীর শাকিল জয়ের কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা।
গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট অনুষ্ঠিত হয়। যদিও বিএনপি ভোট অনিয়ম ও কারচুপির অভিযোগে আনুষ্ঠিকভাবে দুই আসনের উপ-নির্বাচন প্রত্যাখান করেছে। নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, ভোট সব জায়গায় শান্তিপূর্ণভাবেই হয়েছে। কোথাও কোনো খারাপ খবর পাইনি। আর গণমাধ্যমেও দেখিনি যে, ভোটকেন্দ্রে গ গোল হয়েছে, মারামারি হয়েছে বা ভোটকেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে, এ ধরনের কোনো ঘটনা দেখিনি। বিএনপির অভিযোগ জেনারেল।
বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ঢাকা-১৮ আসনে ২১৭টি কেন্দ্রের সবকয়টির ফলে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ভোট পড়েছে ৭৫ হাজার ৮২০ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকে পেয়েছে ৫ হাজার ৩৬৯ ভোট। শতকরা ভোট পড়েছে ১৪ দশমিক ১৮শতাংশ। ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দন এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা ১৩৫৩টি। মোট ভোটার ৫ লাখ ৭৭ হাজার ১৮৮জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩জন। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬ জন। অন্য চারজন হলেন জাতীয় পার্টি-জাপার মো: নাসির উদ্দিন সরকার (প্রাপ্ত ভোট-৩২৫), বাংলাদেশ কংগ্রেসের মো:ওমর ফারুক (৯১), গণফ্রন্টের কাজী মো:শহীদুল্লাহ (১২৬) ও পিডিপির মো: মহিববুল্লা বাহার (৮৭)।
অন্যদিকে, রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত খবরে সিরাজগঞ্জ-১ আসনে ১৬৭টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬টির প্রাপ্ত ফলাফলে নৌকা প্রতীকের তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৮২ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মো. সেলিম রেজা পেয়েছেন মাত্র ১২১টি ভোট। এই আসনে আওয়ামী লীগ এবং বিএনপির দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বি করেন। সিরাজগঞ্জের কাজীপুর, সদরের একাংশ ও একটি পৌরসভা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৬০৩জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬৪১জন এবং নারী ভোটার ১লাখ ৭৩ হাজার ৯৬২জন। ১৬৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উল্লেখ্য, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন এবং মোহাম্মদ নাসিম ১৩ জুন মারা গেলে সিরাজগঞ্জ-১ আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ। গত ২৮ সেপ্টম্বর এ দুটি আসনের তফসিল ঘোষণা করে ইসি।

Leave a reply

Minimum length: 20 characters ::

More News...

গণমাধ্যমকর্মী আইন নিয়ে সাংবাদিক সংগঠন ও অংশীজনদের মতামত নেওয়া শুরু

ফরিদপুরে ৮ জনের মনোনয়নপত্র বাতিল