মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারীর বিজয়

মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারীর বিজয়

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে চড়ছে উত্তেজনার পারদ। তবে এরই মাঝে স্থানীয় পর্যায়ে দুই মুসলিম নারী বিজয়ী হয়েছেন।

দুজনই দ্বিতীয়বারের মতো নির্বাচনে জয় লাভ করেছেন এবং দুজনই ডেমোক্র্যাট প্রার্থী।

৪১ বছর বয়সী ইলহান ওমর মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমালীয় বংশোদ্ভুত ইলহান নিজ জেলা মিনেসোটাতে বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৯৭ শতাংশ ভোটারের ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ল্যাসি জনসনকে হারিয়েছেন ইলহান ওমর। এর আগে ২০১৬ সালে মিনেসোটা রাজ্য সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

অন্যদিকে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিব। মিশিগানের ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডেভিড ডুডেনহোয়েফারকে হারিয়েছেন রাশিদা। এই পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

দ্বিতীয় মেয়াদে কোভিড-১৯ মোকবিলায় অগ্রাধিকার দিয়ে কাজ করার পাশাপাশি ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষায় চাপ সৃষ্টির জন্য অব্যাহত কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাশিদা তালিব।

 

Leave a reply

Minimum length: 20 characters :: 99 characters remaining

More News...

ইরানে ইসরায়েলের হামলা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

মেক্সিকোতে বাস খাদে পড়ে ১৯ জন নিহত