আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী এবং দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, ২২৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন। দেশটির ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪০টি রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৪৯ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। ৪৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে বাইডেনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। এগিয়ে থাকলেও এখনও স্বস্তি পাচ্ছেন না বাইডেন। কারণ দুইজনের মধ্যে ভোটের ব্যবধান মাত্র নয়। এর মধ্যে ক্যালিফোর্নিয়ার মতো সর্বাধিক ইলেকটোরাল ভোট থাকা রাজ্য জয় করেছেন বাইডেন। সেই হিসাবে অপেক্ষাকৃত কম ইলেকটোরাল ভোট থাকা রাজ্যগুলো নিয়েই লড়াই করে যাচ্ছেন ট্রাম্প। অন্যদিকে ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ বলে পরিচিত ছয়টি রাজ্যের ফলাফল প্রকাশ হওয়ার এখনও বাকি। তবে রাজ্যগুলোতে এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প।